BREAKING NEWS

Ads

ads

Friday, August 11, 2017

ব্রেকিং নিউজঃ কক্সবাজার রামুতে সৌদিয়া বাসে উলটে নিহত ২ আহত ৮ জন।


বিবিসি বিডি টুডেঃ কক্সবাজার রামু রাবার বাগান নামক এলাকায় আজ সকাল ৫টায় এই দুর্ঘটনা ঘটে, সৌদিয়া বাসটি অতিরিক্ত মাত্রায় ব্রেক করার কারনে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। হতাহতের সংখায় নিহত ২ আহত ৮ জন... নিহত দুই জনের নাম ফরহাদ এবং নাম ইয়াহিয়া মনসুর।

চট্রগ্রাম রিয়াজউদ্দিন বাজারে মানুষকে অজগর সাপ খাওয়াচ্ছে

গতকাল রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লাইন বণিক সমিতির আওতাভূক্ত বন্দর বিতান হোটেল আল ছালাদিয়া থেকে ঘরোয়া পরিবেশে রান্না করার আগ মুহূর্তে বিশাল আকৃতির টাটকা আজগর সাপ উদ্ধার করা হয়েছে "

www.youtube.com/ezzyearn

Sunday, July 23, 2017

লোহাগাড়ার মহসিনের জোড়া গোলে হারলো বাকলিয়া।

বিবিসি বিডি টুডেঃ আজ দুপুর ২:১৫ মিনিটের সময় আজিজ ষ্টেড়িয়ামে লোহাগাড়া বনাম বাকলিয়া খেলাটি শুরু হয়। খেলার প্রথম আর্ধের ২০ মিটের সময় লোহাগাড়া টিমের দূরধান্ত খেলোয়াড় প্রথম গোল করেন মোঃ মহসিন। দ্বিতীয় আর্ধের ৫০ মিটের সময় আবারো দ্বিতীয় গোল করেন মোঃ মহসিন। আবার দ্বিতীয় আর্ধের শেষের ৫ মিটের সময় ফেনাল্টিতে গোল করে দলকে সমতায় পেরান বাকলিয়ার খেলোয়াড় সাকুর। লোহাগাড়া টিমের বেষ্ট ১১ জনের খেলোয়াড় হচ্ছে (১) রিদুয়ান -- গোল রক্ষক (২) আব্দুল্লাহ্ (৩) ইউছুপ (৪) মিনহাজ (৫) মহসিন কাজি (৬) শওকত -- অধিনায়ক (৭) ফারুক (৮) পারভেজ (৯) ছাদ্দাম (১০) আজাদ (১১) মোঃ মহসিন। খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পর ছাদ্দামের পরিবর্তে মাঠে নামেন (১২) চোহেল। বিরতির ৫৫ মিনিটের সময় মোঃ মহসিনের পরিবর্তে মাঠে নামেন (১৩) হাবিব। ৬০ মিনিটের সময় পারভেজ এর পরিবর্তে মাঠে নামেন (১৪) চোহেল। মোঃ মহসিনের জোড়া গোলে লোহাগাড়া টিম বাকলিয়া টিম থেকে ১ গোল এগিয়ে আছে। মহসিনের এই দূরধান্ত খেলা খুশি হয়েছেন লোহাগাড়ার ফুটবল প্রেমিকরা সহ সর্বস্থরের জনগন। লোহাগাড়া টিমের খেলোয়াড় মহসিন কাজির সাথে কথা বলে জানা গেল তারা তাদের দলকে জয় করার জন্য অসংখ্য পরিশ্রম করেছেন। তারা সব সময় চান তাদের দল সামনের দিকে অগ্রসর হোক। তারা পরবর্তী খেলায় জয় নিয়ে আসবেন বলে আশা করেন।

সংগ্রহঃ রাকিব

Friday, July 14, 2017

পটিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত প্রাই ৩০ জন।

বিবিসি বিডি টুডেঃ এই পর্যন্ত পাওয়া খবর গুরুতর আহত ৩০জন নিহত ৬জন

পটিয়া মনসা চৌমুহনী এলাকায় আজ সকালে চট্টগ্রাম হইতে কক্সবাজার মুখি সৌদিয়া পরিবহনের একটি বাস দূর্ঘটানার কবলে পড়ে, গুরুতর আহত অবস্হায় ত্রিশ জনের ও বেশি যাএীকে স্হানীয়দের সহযোগিতায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৬ জনের খবর  পাওয়া গেছে।

সবাই শেয়ার করুন প্রায় যাত্রি আহত ও নিহতদের পরিবার পরিজন ও আত্নীয় সজন কে খোজ নেওয়ার সুযোগ দিন।
বাংলাদেশ সড়ক দুর্ঘটনা

Tuesday, July 11, 2017

ব্রেকিং নিউজঃ লোহাগাড়া চট্টগ্রামে বড়হাতিয়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিবিসি বিডি টুডেঃ লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া হরিদার ঘোনা এলাকা থেকে প্রায় ১ কি, মি পশ্চিমে প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায় এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।আপর আরেকটি বিমান এসে  বিধ্বস্ত বিমানের দুই পাইলট কে নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান পিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Thursday, June 29, 2017

কক্সবাজা জেলার পেকুয়া থানার রাজাখালীতে শোকের মাতম!



বিবিসি বিডি টুডেঃ কক্সবাজা জেলার পেকুয়া থানার রাজাখালীতে শোকের মাতম!!!
বাবার মৃত্যু হলো পাঁচ ছয় দিন পূর্বে,,বাবার মেজবান দিবে ভেবে গরু কিনতে গেল দুই ভাই ও প্রতিবেশি এক সি এন জি'চালক,,মইজ্যারটেক এলাকায় গ্যাসের জন্য লাইনে দাঁড় করাই রাখলো সিএনজি,,রাস্তায় বিপরীত মুখী দুটি বাস একটাকে আরেকটা সাইড দিতে গিয়ে একটি বাসের পিছনের কোনা লেগে যায় ঐ সিএনজিতে, সাথে সাথে সিএনজি পড়ে যায় পাশে পানি থাকা কাধে,,ঐ দুই ভাই এবং সি এনজি চালক শেষ পর্যন্ত পানিতে নামে সিএনজি তোলতে,কিন্ত সেই পানিতে ছিল বিদ্যুতিক তার যার সংযোগ ছিল পার্শবতর্তী এক মুরগি ফার্মে,,,সাথে সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ইন্তেকাল করে ঐ দুই সহোদর ভাই ও প্রতিবেশি সিএনজি চালক।
ঐ এলাকায় এখন শুধু কান্নার রুল,,!!

Wednesday, June 28, 2017

আগামীকাল লোহাগাড়ায় টানা ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না


 আগামীকাল ২৯ জুন সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা লোহাগাড়ায় বিদ্যুৎ থাকবে না। দোহাজারী গ্রীডের ৩৬ হাজার ভোল্টের লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানা যায়।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের আওতাধীন সকল গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের উদ্যোগে মাইকিং সূত্রে এ তথ্য জানা যায়।
 
Copyright © 2014 BBC News Today. Designed by Arafat | Distributed By Gooyaabi Templates